Wellcome to National Portal
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে উপজেলার প্রাথমিক শিক্ষার তথ্য কণিকা

 

 

প্রাথমিক বিদ্যালয়, শিক্ষক ও ছাত্র-ছাত্রীঃ

  • উপজেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা         = 156

                        এর মধ্যে

সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরাতন) = ৬1

বিদ্যালয়বিহীন এলাকায় নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় =5

নতুন জাতীয়রণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় = ৯০

                        এ ছাড়া

শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়= 1

উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়=২

পৌরসভা কর্তৃক পরিচালিত প্রাঃ বিদ্যালয়=1

কিন্ডার গার্টেন স্কুল= ২৬

স্বতন্ত্র ইবতেদায়ী=৩

উচ্চ মাদ্রাসা সংযুক্ত ইবতেদায়ী= ৩৯

 

  • মোট প্রধান শিক্ষকের পদ সংখ্যা                                  = 154
  • মোট কর্মরত প্রধান শিক্ষক                                        = 117
  • প্রধান শিক্ষকের শূন্য পদ সংখ্যা                                  = 37
  • সহকারী শিক্ষকের মোট পদ সংখ্যা                               = 681
  • সহকারী শিক্ষক মোট কর্মরত                                     = 597
  • সহকারী শিক্ষকের শূন্য পদ                                        = 84
  • প্রাথমিক বিদ্যালয়ের মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা                   = ৩৭ হাজার 498
  • পুল প্যানেল হতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা                 = ২২ জন
  • রেজিঃ প্যানেল হতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা             = ৭ ৭ জন
  • অবশিষ্ট প্যানেলভুক্ত শিক্ষকের সংখ্যা                            =   0
  • প্রাক-প্রাথমিক শাখার শিক্ষকের সৃজিত পদ সংখ্যা             = 61
  • প্রাক-প্রাথমিক শাখার নিয়োগকৃত শিক্ষকের সংখ্যা             = 57

 

বই বিতরণঃ

  • ২০১8 সালে প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ                    = 36158টি
  • ২০১8 সালে প্রাক-প্রাথমিক বই বিতরণ                          = 6552টি

 

প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি সংক্রান্তঃ

 

  • প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী শিশুদের বিদ্যালয়ে নীট ভর্তির হার= 100%
  • প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়ার হার
    • ২০18 সালে                      = 8%

 

প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তিঃ

 

  • উপবৃত্তি উপকারভোগী শিক্ষার্থী সংখ্যা = 26856

 

 

প্রাথমিক বিদ্যালয় নির্মাণ সংক্রান্তঃ

  • প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৩ (পিইডিপি-৩)আওতায় জুন ২০১7 পর্যন্ত নির্মাণকৃত শ্রেণিকক্ষ = 20
  • পিইডিপি-৩ এর আওতায় ছাত্র-ছাত্রীদের সুপেয় পানীয়জলের ব্যবহারের জন্য ৩৯ নলকূপ স্থাপন করা ২০১৭ সাল পর্যন্ত ওয়াসব্লক নির্মাণ করা হবে ২৩ হাজার ৫০০টি, তন্মধ্যে জুন ২০১৬ পর্যন্ত ১৭ হাজার ৪৪৩টি নির্মাণ করা হয়েছে।
  • বিদ্যালয়বিহীন এলাকায় ১৫০০ প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় নির্মিত প্রাথমিক বিদ্যালয় = 5 টি
  • পিইডিপি-৩ এর আওতায় 6 টি টয়লেট মেরামত করা হয়েছে।
  • পিইডিপি-৩ এর আওতায় 5৫ টি বিদ্যালয় রুটিন মেরামত করা হয়েছে।
  • পিইডিপি-৩ এর আওতায় 10 টি বিদ্যালয়ে বড় ধরনের মেরামত করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাঃ

 

  • ২০০৯ সাল হতে ৫ম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়। ২০১7 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীর সংখ্যা 5189 জন। পাশের হার = ৯3.05% । ট্যালেন্টপুল বৃত্তি=61টি  ও সাধারণ বৃত্তি=111 টি

 

প্রাথমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি চালুকরণঃ

 

  • শিক্ষানীতি ২০১০ বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন্যায় অত্র উপজেলায়ও ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি 1টি বিদ্যালয় (জয়া-2 সরকারী প্রাথমিক বিদ্যালয়) চালু করা হয়েছে। বর্তমানে চাহিদার আলোকে আরও বিদ্যালয় ৬ষ্ঠ শ্রেণি চালুর বিষয়টি চলমান রয়েছে।

 

রিচিং আউট অব স্কুল চিলড্রেন (ROSC) কার্যক্রমঃ

 

  • ROSC ২য় পর্যায় প্রকল্পের আওতায়  উপজেলায় আনন্দ স্কুলের সংখ্যা  = 64টি

 

  • মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা                                                                   =

 

 

শিশু কল্যাণ ট্রাস্ট বিদ্যালয়ঃ

 

  • শিশু কল্যাণ ট্রাস্টের আওতায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা             = ১টি
  • শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা                                    =

 

শিক্ষক প্রশিক্ষণঃ

 

  • পিইডিপি-৩ এর আওতায় সকল প্রধান শিক্ষককে Leadership বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
  • স্কুল হেল্প কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক/শিক্ষিকার সংখ্যা =
  • ICT in Education এ শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম চলমান।

 

 

 

আইসিটি বিষয়কঃ

 

  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ প্রতিষ্ঠার লক্ষ্যে ল্যাপটপ মাল্টিমিডিয়া প্রজেক্টর, সাউন্ড সিস্টেম  বিদ্যালয়ে মডেম সরবরাহ করা হচ্ছে অত্র উপজেলায় 84টি বিদ্যালয়ে ল্যাপটপ ও 12টি বিদ্যালয়ে প্রজেক্টর, 11টি বিদ্যালয়ে মডেম বিতরণ করা হয়েছে। রূপকল্প ২০২১ অর্জনের লক্ষ্যে পর্যায়ক্রমে সকল বিদ্যালয়ে বিতরণ করা হবে।

 

স্কুল ফিডিং কার্যক্রমঃ

 অত্র উপজেলায় সরকারিভাবে স্কুল ফিডিং কার্যক্রম চালু হয়নি।

মিড ডে মিল

            বিদ্যালয় ও অভিভাবকদের ব্যক্তিগত উদ্যোগে শতভাগ বিদ্যালয়ে মিডডে মিলের জন্য টিফিন বক্স বিতরণ করা

            হয়েছে।